অধিনায়ক সূর্যকুমারের সংহতি, পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মিলল না
আপডেটঃ ১২:০২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ
এশিয়া কাপ টি-টোয়েন্টির হাইভোল্টেজ ম্যাচে প্রত্যাশা মতোই জয় পেয়েছে ভারত।কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ম্যাচ-পরবর্তী এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য-পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলেই মাঠ ছেড়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার শিভম দুবে। সাজঘরেই থেকে গেছেন দলের অন্য খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার।পরে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে ভারত অধিনায়ক পরিষ্কার করে জানান, এটি কোনো ক্রিকেটীয় আচরণের অভাব নয়, বরং এক ধরনের প্রতিবাদ।তিনি বলেন, “পেহেলগামে সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছি।এই জয় উৎসর্গ করছি শহীদ পরিবার ও আমাদের সাহসী সেনাদের।কিছু কিছু মুহূর্ত আছে, যা খেলোয়াড়সুলভ আচরণের থেকেও বড়।”ভারতীয় সেনাদের সাম্প্রতিক অভিযানের প্রসঙ্গ টেনে সূর্যকুমার আরও যোগ করেন, “অপারেশন সিঁদুরে আমাদের বাহিনী যেভাবে সাহস দেখিয়েছে, তা অনন্য।আমরা চাই দেশের মানুষ গর্ববোধ করুক, আর আমরা খেলোয়াড়রা যখন সুযোগ পাই, দেশের মুখ উজ্জ্বল করি।”
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও অধিনায়কের সুরে সুর মিলিয়ে বলেন, “দল হিসাবে আমরা নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। সেনাদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা গর্বিত।”অন্যদিকে পাকিস্তান দল ম্যাচ শেষে মাঠেই দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটারদের জন্য অপেক্ষা করলেও দুই দলের মধ্যে আর কোনো সৌজন্য বিনিময় হয়নি। এতে ম্যাচের উত্তেজনা ছাপিয়ে রাজনৈতিক টানাপোড়েন ও প্রতিবাদের বার্তাই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
IPCS News : Dhaka :