বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ২৫ জন ও মাদক-দ্রব্য উদ্ধার

আপডেটঃ ১০:১৮ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২২

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘন্টায় (২৭-০৮-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ১০ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা ০৪ জনকে আটক করে।

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ০৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং মোঃ আব্দুর রহমান (৪৮) ও ২নং মোঃ আবু জাফর (২৫) কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ তানভীর আহমেদ স্বাধীন (২৬) কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে।চারঘাট থানা পুলিশ ১নং মোঃ জনি (২৮) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।

বাঘা থানা পুলিশ ১নং মোঃ আব্দুল করিম (৫৫) কে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে।ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোছাঃ আকলেমা বেগম (৪২) কে ০১ কেজি গাঁজাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।