শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ফরিদপুর ভাঙ্গায় সরকারি খাস জমি বন্টনে দুর্নীতির অভিযোগ!

আপডেটঃ ৯:৩১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২০

নিউজ ডেস্কঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারে সরকারি খাস ভূমি বন্টনে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।এই বিষয়ে জানতে চাইলে মো: মুসা ফকির (৩৪) জানান তাদের কে ভাঙ্গা বাজারের এর জমি বরাদ্দ না দিয়ে বিভিন্ন এলাকার লোককে টাকার বিনিময়ে জমি বরাদ্দ দেন।তিনি আরো বলেন ভাঙ্গা বাজারে কাঁচা মাল ও মুরগির ব্যাবসায়ীদের  কোন দোকান নেই তারা ফুটপাতে বসে বিক্রি করে।তিনি দাবি করেন তাদের কে দোকান বরাদ্দ না দিয়ে দুর্নীতির মাধ্যমে বাহিরের মানুষদের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরো বলেন স্থানীয় যুবলীগ নেতা মোঃ ধুলু মিয়া (৩৫)  জানান সহকারী কমিশনার ভূমি, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভাইস চেয়ারম্যানের যোগসাজশে এই দোকান জমি বরাদ্দ বন্টনে দুর্নীতির ঘটনা ঘটেছে।তিনি জানান টাকার মাধ্যমে অবৈধ ভাবে জমি বরাদ্দ দেন।

তিনি জানান আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং ভাঙ্গা বাজারের স্থায়ী ব্যাবসায়ী এবং ৫৫ নম্বর মৌজার স্থায়ী বাসিন্দা  আমার নিজস্ব কোন দোকান নেই। আমি দোকান ঘর বরাদ্দের জন্য  আবেদন করি।কিন্তু তারা দুর্নীতির মাধ্যমে তারা অন্য লোকেদের টাকার জন্য অবৈধ ভাবে দোকান বরাদ্দ দেন।বিভিন্ন  অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত তাই আমার নামে মিথ্যা মামলা হামলা দিয়ে আমাকে হয়রানি করে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট আকুল আবেদন আমাকে জেন একটা দোকান ঘর বরাদ্দ দেওয়া হয়।

এই সম্পর্কে স্থানীয় শ্রমিক লীগ নেতা জনাব আকরাম হোসেন জানান (৫৫) আল আমিন সহকারি কমিশনার ভূমি ভাঙ্গা,  রকিব খান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মোঃ ইসাহাক মোল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান।এই তিনজনের যোগসাজশে দুর্নীতির মাধ্যমে  ভাঙ্গা বাজারের দোকান ঘর বরাদ্দ দেন।  যাদের প্রাপ্য তাদের  না দিয়ে এই দোকান ঘর দূরের ব্যাবসায়ীদের কে দেন।এই বিষয়ে সৈয়দ লুৎফর রহমান অফিসার ইনচার্জ ভাঙ্গা থানা  জানান এই বিষয়ে উপজেলা ভূমি অফিসের সামনে আন্দোলন করলে তাদের কে শান্ত করা হয় বাজারে ভিতরের দোকান তৈরির কাজ সাময়িক স্থগিত করা হয়েছে।এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ  সঙ্গে আলাপ করে পরবর্তী  প্রক্ষেপ গ্রহণ করা হবে।

IPCS News /রির্পোট, মো: মিরান মাতুব্বর ফরিদপুর প্রতিনিধি।