বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ইয়াসের প্রভাব কাটতেই জমজমাট রাজশাহীর আমবাজার

মে ৩০, ২০২১

নিউজ ডেস্কঃ ইয়াসের প্রভাব গত ৩ দিনে তেমন জমে ওঠেনি রাজশাহীর আমবাজার।তবে গতকাল ২৮ মেয়ে থেকে জমে উঠতে শুরু করেছে বাজার গুলি।ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ৩ দিন ধরে রাজশাহী অঞ্চল মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে হালকা বৃষ্টির সাথে হালকা ঝড়ো প্রবাহিত হচ্ছে।আর তার প্রভাব পড়েছে আম -লিচু বাগান ও বাজারগুলোতে।স্থানীয় বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বড় গাছগুলো থেকে আম নামানো (পাড়া) ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।যার কারণে ফলের আড়ৎগুলোতে চাহিদা মোতাবেক আম আসছে না।২৮ মে শুক্রবার সকাল বেলা ১২ টার সময় সরজমিনে ‌জেলার সর্ববৃহৎ আমের বাজার বানেশ্বর হাট ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় আমের আমদানী অনেকটা কম।ইতিমধ্যে প্রশাসনের নিদের্শনা মোতাবেক সকল প্রকার গুটি আম বেচা কেনা চলছে পুরোদমে। সেই সাথে ২৫ মে থেকে গোপাল ভোগ ও রাণীপছন্দ আম বাজারে আসছে।তবে...