নভেম্বর ১৪, ২০২০

নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে শীতের আগমনীতে ধুম পরেছে লেপ-তোষক তৈরীর।লেপ তোষকের কারিগররা এখন ব্যস্ত সময় অতিবাহিত করছেন।কিছু দিন পরেই জেঁকে বসবে শীত।এবার কার্তিকের শীতের আমেজ আগেই টের পাওয়ায় জনসাধারণ ভীড় জমাতে শুরু করেছে লেপ তোষকের দোকানে।তুলা, লেপের কাপড় ফোম এবং মজুরী গত বছরের তুলনায় এবার বেশী বলে জানিয়েছে বিক্রেতারা।নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের দোকানগুলিতে লেপ তোষকের ভীড় লক্ষনীয়।এসব দোকানে দিন দিন বেড়েই চলছে লেপ-তোষক ক্রেতাদের ভীড়।পাশাপাশি ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক তৈরী কারিগরদের।কটিয়াদী বাজারের লেপ তোষক তৈরীর প্রতিটি দোকানে এখন ১৫/২০টি লেপ তোষক তৈরী হচ্ছে।
এদিকে শীত বস্ত্র বিক্রির দোকানেও ভীড় ও কেনাকাটা জমে উঠতে শুরু করেছে।কটিয়াদী বাজারের লামিয়া বেডিং স্টোরের...