অনলাইন ডেস্ক
অন্তত ২৫টি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল৷এই অ্যাপগুলি এতদিন অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড করা যেত৷কিন্তু এই অ্যাপগুলির মাধ্যমে স্মার্টফোনে হানা দিত অ্যাডওয়ার৷এই কারণে এই অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে দেওয়া হয়েছে৷এই নিয়ে গত ২ মাসে ৫৫টিরও বেশি অ্যাপ সরানো হল।তথ্য চুরিতে হাতিয়ার অ্যাপ।স্রেফ অ্যাডওয়ার ব্যবহার করেই তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে।গ্রাহক বা সার্ভিস প্রোভাইডার কিছু জানতেও পারছে না।এই অভিযোগেই আরও ২৫টি অ্যাপ প্লে-স্টোর থেকে সরিয়ে দিল গুগল।বেশ কিছু জনপ্রিয় অ্যাপের মাধ্যম গ্রাহকের তথ্য চুরির অভিযোগ।২৫টি অ্যাপের মধ্যে বেশ কয়েকটি অ্যাপ বিপুল জনপ্রিয়৷গুগলে নিষিদ্ধ অ্যাপ সুপার ওয়ালপেপার ফ্ল্যাশলাইট - প্যাডেনাটেফ -ওয়ালপেপার লেভেল - কাউন্টার লেভেল ওয়ালপেপার - আই-প্লেয়ার ও আইওয়াল পেপার - সলিটেয়ার গেম - অ্যাকিউরেট স্ক্যানিং...