জানুয়ারি ১৫, ২০২০

আইটি নিউজঃ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং দিন দিন বেড়েই চলছে। যার ফলে মানুষের বিভিন্ন ব্যক্তিগত গোপনীয় তথ্য প্রচার হয়ে যাচ্ছে।ফেসবুক প্রোফাইল সুরক্ষিত থাকছে না অনেকেরই৷বিভিন্ন সময় অ্যাকাউন্ট ‘হ্যাক’ হওয়ার ঘটনা ঘটছে৷তবে একটু সতর্ক থাকলেই খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলকে রাখতে পারেন সুরক্ষিত৷নিচে লেখা এই উপায় গুলোকে মেনে চলুন৷
১. ফেসবুকে আসা কোনওরকম গেম, যা কিনা একেবারেই ফেসবুকের নিজস্ব নয়, তা একেবারেই খেলা থেকে নিজেকে দূরে রাখুন৷অজানা কোনও লিঙ্কে ক্লিক করবেন না !
২. এমন কোনও অ্যাপ, যা আপনার কাছে অপরিচিত৷সেই অ্যাপগুলো ডিলিট করুন আপনার ফেসবুক প্রোফাইল থেকে৷
৩. একদমই চেনেন না, এরকম কোনও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না৷
৪.ফেসবুকে আপনার কোনও বন্ধুর সঙ্গে কোনও অ্যাপ শেয়ার করে থাকলে, আজই তা ডিলিট করুন৷ এর জন্য আপনাকে ক্লিক করতে হবে ফেসবুকের...