অক্টোবর ০৭, ২০১৯

নিউজ ডেস্কঃ
পুঠিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৬-১০-২০১৯ তারিখ সকাল অনুমান ০৯.০০ টার দিকে গ্যাংকালচার অপরাধ চক্রের তিন সক্রিয় সদস্যকে তাদের নিজ নিজ এলাকা হতে আটক করে।আটককৃত ব্যক্তিরা হলো ১নং মোঃ রকিবুল হাসান @ রকি(১৮), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-পালোপাড়া, ২নং মোঃ আমিনুল ইসলাম @ তন্ময়(১৮), পিতা-মোঃ সোহরাব হোসেন, সাং-বারইপাড়া সরদারপাড়া, ৩নং এসএম হাসিবুল হাসান(১৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-সরদারপাড়া, সর্ব থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী।উল্লেখ্য যে, গত ০৫-১০-২০১৯ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ টার দিকে মোঃ শামীম রেজা(১৯), পিতা-মোঃ বাবু মন্ডল, সাং-গাওপাড়া ঢালান, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী তার মামাতো ভাই মোঃ নিবির মন্ডল(১৭) ও বন্ধু শ্রী সুদীপ কুমার মন্ডল(২০) সহ পুঠিয়া থানাধীন কৃষ্ণপুর সাকিনস্থ ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে একটি কালভার্টে বসে গল্প করছিলেন।
তখন বর্ণিত...