মে ২৩, ২০১৯

নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেমের ফাঁদে ফেলে-বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী (১৫) ঘরে আটকে রেখে কথিত প্রেমিক ও তার দুই বন্ধু মিলে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত কটিয়াদী উপজেলা লোহাজুরী পুর্বাচর একটি নির্মাণাধীন দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় একটি রুমে আটকে রেখে কথিত প্রেমিক মোঃ সুমন মিয়া ও তার দুই বন্ধু সুভন এবং শামীম মিলে পালাক্রমে গণধর্ষণ করে মোছাঃ তাহমিনা আক্তার কিশোরীকে। পরে ১৯ মে সোমবার রাতে কিশোরীর বাড়িতে মেয়েটিকে পৌছে দিতে গেলে স্থানীয় লোজকন তাদের কে আটক করে, এ বিষয়টি উত্তর লোহাজুরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুর রশিদ মেম্বার কে জানানো হলে তিনি মোঃ সুমন ও তার বন্ধুদের আটকে রাখার কথা বলে তারাবী নামাজে চলে যায়। নামাজ শেষ হওয়ার আগে সুযোগ বোঝে তিন যুবক পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর...