মে ০৮, ২০১৯

নিউজ ডেস্কঃ
গত ৬ই মে সোমবার রাতে বাহেরচর গ্রামের বাসিন্দা মো:গিয়াস উদ্দিনে মেয়ে মোছা:শাহিনুর আক্তার তানিয়া (২৪) কে চলন্ত বাসে গনধর্ষণের পর হত্যা করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, মোছা:শাহিনুর আক্তার তানিয়া,তিনি ঢাকা ইবনেসিনা হাসপাতালের নার্স(সেবিকা) ছিলেন। সোমবার রাতে কটিয়াদী গামী স্বর্নলতা নামক একটি বাসে করে ঢাকা থেকে বাড়িতে আসছিলো। কিশোরগঞ্জের, ভৈরব মহাসড়ক জামতলী বাসষ্টেন্ডে আসার পর রাত ৯ ঘটিকা সময় বাসের চালক ও বাসের হেলপার ২ জন মিলে শাহিনুর আক্তার তানিয়া কে গণধর্ষণ করে হত্যা করা হয়। পরে বাস থেকে তার লাশ ফেলে চলে যায়।স্থানীয়রা মৃত তানিয়ার লাশ উদ্ধার করে কটিয়াদী উপজেলার হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।শাহিনুর আক্তার তানিয়ার হত্যার অভিযুক্ত বাসের চালক সহ 2 কে জনকে গ্রেফতার করে...
মে ০৮, ২০১৯

নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের গত ৬ই মে সোমবার রাতে বাহেরচর গ্রামের বাসিন্দা মো:গিয়াস উদ্দিনে মেয়ে মোছা:শাহিনুর আক্তার তানিয়া (২৪) কে চলন্ত বাসে গনধর্ষণের পর হত্যা করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, মোছা:শাহিনুর আক্তার তানিয়া,তিনি ঢাকা ইবনেসিনা হাসপাতালের নার্স(সেবিকা) ছিলেন। সোমবার রাতে কটিয়াদী গামী স্বর্নলতা নামক একটি বাসে করে ঢাকা থেকে বাড়িতে আসছিলো। কিশোরগঞ্জের, ভৈরব মহাসড়ক জামতলী বাসষ্টেন্ডে আসার পর রাত ৯ ঘটিকা সময় বাসের চালক ও বাসের হেলপার ২ জন মিলে শাহিনুর আক্তার তানিয়া কে গণধর্ষণ করে হত্যা করা হয়। পরে বাস থেকে তার লাশ ফেলে চলে যায়।স্থানীয়রা মৃত তানিয়ার লাশ উদ্ধার করে কটিয়াদী উপজেলার হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।শাহিনুর আক্তার তানিয়ার হত্যার...