শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে কাঁচা সবজি পন্যে আগুন

আপডেটঃ ১:৪১ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:- সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ভোক্তাদের স্বস্তি ছিলনা সবজির বাজারে।বাজারে বেড়েছে সকল প্রকারের কাঁচা সবজির দাম।প্রতিটা সবজিতেই কেজি প্রতি ১০-২০ টাকা বেশি।শুক্রবার রাজশাহীর সাহেব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেড়ে এ সপ্তাহে ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা, করলা ৮০ টাকা, পিয়াজ ৫৫ টাকা, টমেটো ১৫০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ৬০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি।সবজি বিক্রেতা মনিরুল জানান, প্রায় সব সবজির দামই ৫০ টাকার ওপরে রয়েছে।গত সপ্তাহের তুলনায় বিভিন্ন সবজির দাম ১০-২০ টাকা বেড়েছে।এদিকে কমেছে ব্রয়লার মুরগির দাম।গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ টাকা কমে এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা কেজি।

এছাড়াও কক ও সোনালি মুরগির দাম গত সপ্তাহের মতই অপরিবর্তিত রয়েছে।রাজশাহীর সাহেব বাজারের মুদি ব্যবসায়ী লিটন জানান, মুদিপণ্যের দাম গত সপ্তাহের মত এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে।শুধুমাত্র সয়াবিন তেল লিটারে ৫-৭ টাকা বৃদ্ধি পেয়েছে।এছাড়াও মুরগির ডিম গত সপ্তাহের চেয়ে হালিতে ৩-৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

এ সপ্তাহে বাজারে বিক্রি হচ্ছে বড় ও ছোট ইলিশ মাছ।বড় মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি এবং ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি।এছাড়াও রুই মাছ বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা কেজি।যা গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেশি।চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৭৫০-৭৬০ টাকা কেজি।এছাড়াও অন্যান্য মাছের দাম স্থিতীশীল রয়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।