বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নগরীতে বিশ্ব-হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১:৪৫ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০২১

নিউজ ডেস্কঃ

আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে-আসুন একসাথে এগিয়ে যাই’ এ প্রতিপাদ্যকে নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে নগরভবনে সিডিসির ট্রেনিং রুমে ওয়াটার এইড বাংলাদেশ ও ভার্কের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক রাসিকের ত্বত্তাধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ নগরী দেশের সবুজ পরিচ্ছন্ন, সুন্দর বসবাসযোগ্য অন্যতম নগরীতে পরিণত হয়েছে।দেশি-বিদেশি আগন্তুক এ নগরীর পরিচ্ছন্ন পরিবেশ দেখে প্রশংসা করে।এ নগরীর উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে অনেক প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী।

সৌহার্দপূর্ণ পরিবেশ এ নগরীর উন্নয়ণের আর একটি সুচক।নগরীর বিভিন্ন ওয়ার্ডের বস্তি এলাকার নাগরিকদের জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন গৃহ নির্মাণ, পেশাগত প্রশিক্ষণ, ড্রেন রাস্তা নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করে কাজ করে যাচ্ছে।ভার্ক, ওয়াটার এইড, বাংলাদেশ নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থাপনায় এ নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে।এ বিষয়ে তাঁদের সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ওয়াটার এইড বাংলাদেশ এর জোনাল কো-অর্ডিনেটর মুহাম্মদ রেজাউল হুদা মিলন জানান, ওয়াটার এইড বাংলাদেশ রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের বস্তি এলাকার জীবনমান উন্নয়নে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থাপনায় কাজ করছে।আগামীতে খাবার পানির জন্য টিউবওয়েল স্থাপনসহ আরও দুটি মোবাইল টয়লেট প্রদান করা হবে।

করোনাকালীন পরিস্থিতিতে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়।যা আমাদের জীবনে পরিবর্তন এনে দেয়।সভায় স্বাস্থ্য সচেতনতায় হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় বক্তব্য দেন রাসিকের পরিবেশ কর্মকর্তা সৈয়দ মাহমুদ হোসেন, ভার্কের প্রজেক্ট ম্যানেজার মোঃ কামরুজ্জামান, ক্লাস্টার নেত্রী মিতু হালদার।

সভায় ইকলি সাউথ এশিয়ার প্রতিনিধি আব্দুল্লাহিল কাফি, রাসিকের সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, ভার্ক, ওয়াটার এইড, ক্লাস্টার ও সিডিসির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : জি এম হাসান ই-সালাম বাবুল : রাজশাহী।