বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে বণার্ঢ্য আয়োজনে চ্যানেল আই এর জন্মদিন পালিত

আপডেটঃ ৬:৫৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২১

নিউজ ডেস্কঃ

বৃক্ষ-রোপণ, বৃক্ষচারা বিতরণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও জন্ম-দিনের কেক কাটার মাধ্যমে বণার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে, বাংলাভাষা-ভাষিদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল “চ্যানেল-আই” এর জন্মদিন,২৩ বছরে পদার্পণ অনুষ্ঠান।দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বরে বুধবার বিকেলে বৃক্ষ-রোপণের মধ্য দিয়ে “চ্যানেল-আই” এর জন্মদিন, ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠানের সূচনা করেন, বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।সন্ধ্যায় দিনজপুর প্রেসক্লাব মিলনায়তনে বসে মিলন মেলা।বৃক্ষ-চারা বিতরণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও জন্ম-দিনের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।

আমারা চ্যানেল-আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট চক্ষু চিকিৎসা বিশেষজ্ঞ-সঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ডাঃ সহিদু লইসলাম খাঁন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাক সুব্রত মজুমদার ডলার,দিনাজপুর নাট্য সমিতি’র সভাপতি চিত্ত ঘোষ।

দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল, দিনাজপুর রাজ দেবোত্তো এষ্টেটের সভাপতি রনজিৎ কুমর সিংহ, ঐতিহ্যবাহী দিগন্ত শিল্পী গোষ্ঠী’র আহবায়ক এস.এম.খালেকুজ্জামান রাজু, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. সোহেলমিয়া, দিনাজপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. লালমিয় ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন. চ্যানেল-আই এর স্টাফ রিপোর্টার শাহ্আলম শাহী।বিশিষ্ট ধারাভাষ্যকার মোহম্মদ রফিকের সঞ্চালনায় আলোচনা সভার উদ্বোধনীতে কোনআন তেলোয়াত করেন, উদ্ভিদ বিশেষজ্ঞ ও বিশিষ্ট উদ্যোক্তা মোশাদ্দেক হোসেন।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি’তে অংশ নেয়, বিশিষ্ট ছড়াকার মোঃ মমিনুল ইসলাম, কবি নিরঞ্জন হীরা, অবসরপ্রাপ্ত পুলিশ-পরির্দক হরিদাস মহন্ত ও আবৃত্তি কার সাবিনা ইয়াসমিন ইতি।এর পর বৃক্ষচারা বিতরণ করা হয়।

শেষে মধ্যরাতে কাটা হয়, “চ্যানেল-আই” এর জন্মদিনের কেক।আলোচনা সভায় বক্তরা বলেন, “চ্যানেল-আই“ সমাটি ও মানুষের কথা বলে।সৃষ্টি’র পাশাপাশি চ্যানেল-আই মানবতা সেবায় কাজ করে।

শেকড় থেকে শিখরে তাই আজ চ্যানেল-আই এর অবস্থান।চ্যানেল-আই মানুষের ভালোবাসা ও মন জয় করেছে।তাই, এতো টেলিভিশন চ্যানেলের ভীড়েও চ্যানেল-আই শীর্ষে রয়েছে।

IPCS News Report : Dhaka : শাহ্আলম শাহী, দিনাজপুর।