শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে রাবিতে বৃক্ষ-রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

আপডেটঃ ১২:১৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২১

নিউজ ডেস্কঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী বিশ্বদ্যিালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্বদ্যিালয়ের স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন বাঙালি, বাঙালি, আমার বাঙালি করে গেছেন, বাংলার মানুষকে ভালোবেসেছেন।বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে মহান স্বাধীনতা।বঙ্গবন্ধু মানুষকে স্বাধীনতা দিয়েছেন, আর বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে গড়ছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বের বিস্ময়।তাইতো আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে দেশের মানুষ পালন করছে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিশ্বদ্যিালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতান উল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়া, রাজশাহী বিশ্বদ্যিালয়ের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম।অনুষ্ঠানে বিশ্বদ্যিালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং রাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News Report : Dhaka : বাবুল : রাজশাহী।