মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নরসিংদীর মনোহরদীতে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেটঃ ২:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০২১

নিউজ ডেস্কঃ

 নরসিংদীর মনোহরদীতে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন এক ইউপি চেয়ারম্যান।শুক্রবার বিকেলে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন।এসময় উপস্থিত ছিলেন চরমান্দালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কফিল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ডালিম মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।লিখিত বক্তব্যে চেয়ারম্যান আব্দুল কাদির জানান, ১১ সেপ্টেম্বর দুপুরে চরমান্দালিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোবারক হোসেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠান শেষে তার কর্মীদের নিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন দুস্কৃতিকারী তাদের উপর হামলা চালায়।এতে মোবারক ও তার কর্মীরা গুরুতর আহত হন।এ ঘটনায় একটি পত্রিকা এবং অনলাইন পোর্টালে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।

সংবাদে উল্লেখ করা হয়েছে, আমার উপস্থিতিতে আমার সন্ত্রাসী বাহিনীরা মোবারক ও তার কর্মীদের উপর হামলা করা হয়েছে।যা আদৌ সত্য নয়। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না।আমার কোন সন্ত্রাসী বাহিনী নেই।আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না।ঘটনা শুনি আমি তাৎক্ষণিক মনোহরদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে মোবারক হোসেন কে দেখতে যাই ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে ঈর্ষান্বিত হয়ে, আমার জনপ্রিয়তা ও সুনাম ক্ষুন্ন করার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা চালিয়ে আসছে।ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোবারক হোসেনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানাই।

IPCS News Report : Dhaka : তাজুল ইসলাম : জেলা প্রতিনিধী, নরসিংদী।