শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আরএমপি ডিবি’র অভিযানে ১৯ জুয়ারি আটক, তাস ও টাকা উদ্ধার

আপডেটঃ ৮:২৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০২১

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে পৃথক দুইটি অভিযানে ১৯ জন জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় আসামীদের কাছ থেকে তাস ও টাকা উদ্ধার হয়।রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আরএমপি।সেই লক্ষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতেৃত্বে গতকাল ৩ সেপ্টেম্বর ২০২১ সন্ধ্যা ৭.৫০ টায় গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার রেলওয়ে ইনস্টিটিউট এর টিভি রুম হতে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে।

আটককৃতরা হলো মোঃ আনোয়ারুল ইসলাম (৬২), মোঃ মোশারফ হোসেন (৫৯), মোঃ নুরুল ইসলাম (৫৩), মোঃ সাইদুল ইসলাম (৫৪), মোঃ রাজা (৪৫), মোঃ বাচ্চু (৫১), মোঃ আব্দুল মান্নান বাবু (৪০),  মোঃ আসলাম (৫২),  মোঃ আঃ সামাদ সরকার (৫৫), মোঃ আল মামুন(৪৭)। ডিবির অপর একটি টিম রাত্রী ১০.৫৫ টায় বোয়ালিয়া মডেল থানার ষষ্ঠিতলার দারুচিনি প্লাজার নীচ তলায় জুয়া খেলা অবস্থায় ৯ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে। আটককৃতরা হলো মোঃ সামিউল আজাদ (৩০), শ্রী ডন হালদার (৩৩), কৃষ্ণ দত্ত (২০), শ্রী অভিজিত (২৫), শ্রী হৃদয় কর্মকার (২৩), শ্রী সন্দিপ তেওয়ারী (২৫), মোঃ রুবেল (৩২), মোঃ খোকন (৩২), মোঃ শাহাদত (২৯)।গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

IPCS News Report : Dhaka: আরএমপি নিউজঃরাজশাহী।