মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ উদ্বোধনী দিনে নাফিউলের হ্যাট্রিক

আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | আগস্ট ২৫, ২০২১

নিউজ ডেস্কঃ


যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্দ্যোগে ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার (২৪ আগষ্ট) থেকে বিভাগীয় পর্যাযের বালক ও বালিকাদের ৯টি করে দল নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বালক বিভাগে সকালে নওগাঁ জেলা ২-১ গোলে চাঁপাইনবাবগঞ্জকে, দুপুরে সিরাজগঞ্জ জেলা ২-০ গোলে পাবনাকে ও অন্য খেলায় নাফিউলের হ্যট্রিকে রাজশাহী সিটি ৪-০ গোলে নাটোর জেলাকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠে।সকালে শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ ২-২ গোলে ড্র হলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।

ট্রাইব্রেকারে চাপাই ৪-৩ গোলে হারায় নওগাঁ জেলাকে, পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা ১-১ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।ট্রাইব্রেকারে পাবনা ৪-৩ গোলে সিরাজগঞ্জ জেলাকে ও অন্য খেলায় নাটোর খেলোয়াড় আনলেও যুক্তি সংগত কাগজ দেখাতে না পারায় কিছুক্ষন অপেক্ষা করে কমিটি রাজশাহী সিটিকে জয়ী ঘোষনা করে।বেলুন ফেষ্টুন পতাকা তুলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড,মোঃ হুমাযুন কবীর।এর আগে তিনি বলেন খেলাধুলার চর্চা থাকলে আমাদের ছেলেমেয়েরা বিপদগামী হবেনা ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক আব্দুল জলিল, বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ জিয়াউল হক।সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ কাউযুম তালুকদার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবীসহ উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News Report : Dhaka:বাবুলঃরাজশাহী।