বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রাজশাহী জেলা আ’লীগ’র আলোচনা সভা ও দোয়া

আপডেটঃ ১:০৪ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:-রাজশাহীতে নারকীয় গ্রেনেড হামলা দিবস পালন করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগ।শনিবার(২১ আগস্ট) নগরীর একটি রেস্তরায় মিলনায়তনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।দিবসটি উপলক্ষে  পালিত কর্মসূচির মধ্যে ছিলো, আলোচনাসভা,মিলাদ ও দোয়া মাহফিল ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন।রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হক দুদু,এড. ইব্রাহিম হোসেন,এসএম একরামুল হক,এড.শরিফুল ইসলাম,জকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু,পবা-মোহনপুর অসনের এমপি আয়েন উদ্দিন,অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,এড.আব্দুস সামাদ মোল্লা।

আরো বক্তব্য রাখেনআলফোর রহমান,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদস্য মর্জিনা পারভীন, সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা,জেলা যুব লীগের সভাপতি আবু সালেহ,জেলা কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম বাবু,জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা,মোহনপুন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আব্দুস সালাম,চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম প্রমুখ।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকেরা বসে থাকেনি।২০০৪ সালে জামাত বিএনপির আমলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপিত শেখ হাসিনাকে হত্যা করার একমাত্র লক্ষ্য ছিল।কিন্তু আইভি রহমান সহ ২৪জন নিহত হলেও প্রাণে বেঁচে যান শেখ হাসিনা।তিনি আরো বলেন,বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে।এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

IPCS News Report : Dhaka:আবুল কালাম আজাদ: রাজশাহী।