শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রী ৪ বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে

আপডেটঃ ১:৫০ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০২১

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী দীর্ঘ চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন।রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টায় বৈঠক শুরু হয়।প্রধানমন্ত্রী গণভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল।চার বছর পর গত ৪ জুলাই সচিবদের সাথে সভা করার উদ্যোগ নেয়া হয়েছিল।কিন্তু ওই সভা করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়।চলতি বছর করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ তুলে নেয়ার পর নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে।সরকার-প্রধান প্রতিবছর সচিবদের নিয়ে একটি বিশেষ সভা করেন।প্রতি বছরই পালিত হয় সচিব সভা করার এই রীতি।সরকার-প্রধান উপস্থিত না থাকলেও কোনো কোনো বছর সভা অনুষ্ঠিত হয়।কিন্তু এ বছর প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় সভার গুরুত্ব অনেক গুন বেড়েছে।

এবারের সভার জন্য খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিবিধ বিষয়কে কেন্দ্র করে এজেন্ডা তৈরি হয়েছিল।

IPCS News Report : Dhaka: জুয়েল রানা।