বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জাতির পিতাসহ সব শহীদের প্রতি ফায়ার সার্ভিসের বিনম্র শ্রদ্ধা

আপডেটঃ ২:২৬ অপরাহ্ণ | আগস্ট ১৭, ২০২১

নিউজ ডেস্কঃ

জাতির পিতাসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধায় ফায়ার সার্ভিসের জাতীয় শোক দিবস পালন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট তাঁর সাথে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শাহাদৎ বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পালন করেছে জাতীয় শোক দিবস ২০২১।১৫ আগস্ট সূর্যোদয় থেকে শুরু করে সারা দিনব্যাপী এ উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সকল দুর্যোগে প্রথম সাড়া দানকারী এই সেবা প্রতিষ্ঠানটি।১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর, মিরপুর ট্রেনিং কমপ্লেক্স, বিভাগীয় সদর দপ্তর, জেলা অফিসসহ সকল ফায়ার স্টেশনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং জাতীয় শোক দিবসের মাহাত্ম্য তুলে ধরে বাণী ও জাতির পিতার ছবিসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভবন সমূহে ড্রপডাউন ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।

দুপুরে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয় ফায়ার সার্ভিসের সকল মসজিদে।মহাপরিচালক ও পরিচালকগণসহ সিনিয়র অফিসারগণ সদর দপ্তরে পরিচালিত দোয়াপর্বে অংশগ্রহণ করেন।এ উপলক্ষ্যে বিভিন্ন এতিমখানায় অধিদপ্তরের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।জাতীয় শোক দিবসে দিনব্যাপী অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক বিলবোর্ডগুলোতে জাতির পিতার ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রচারিত ও প্রদর্শিত হয়।

জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে দিবসের শুরুতে বিয়াম সম্মেলন কেন্দ্রে সংরক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।এ সময় তাঁর সাথে অধিদপ্তরের পরিচালকগণ ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

IPCS News Report : Dhaka:Media Cell. Fire Service & Civil Defence Directorate: