শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে হেরোইন ও ট্যাপেন্টাডলসহ আটক -৪

আপডেটঃ ৭:৩১ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:-রাজশাহী মহানগরীতে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ এবং ২ কেজি হেরোইনসহ ১ জনকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে মোঃ মইদুল ইসলাম তুহিন (৩২), হড়গ্রাম বাজার এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ সোহানুর রহমান শোভন (২৩) ও দামকুড়া থানার পুরাতন কসবা গ্রামের মোঃ টেবলু আলীর ছেলে  মোঃ আদিল হোসেন (২৪)।গোপন সংবাদের খবর পেয়ে নগরীর কাশিয়া ডাঙ্গা থানা এলাকা থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করে।অন্যদিকে প্রায় দুই কেজি হেরোইনসহ শুকুর মন্ডল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার দিবাগত রাত ১০টার দিকে রাজশাহী নগরেরর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।শুকুর মন্ডল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মৃত সাচ্চু মন্ডলের ছেলে।হেরোইন বিক্রি করতে শুকুর রাজশাহীতে আসে।তার কাছ থেকে এক কেজি ৯১৫ গ্রাম হেরোইন পাওয়া গেছে।তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।সোমবার সকালে র‌্যাব-৫এর মিডিয়া দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

IPCS News Report : Dhaka: আবুল কালাম আজাদ।