মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চাঁ,নবাবগঞ্জে বরযাত্রী বোঝাই নৌকায় বজ্রপাত, নিহত-১৭

আপডেটঃ ৮:০৫ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০২১

নিউজ ডেস্কঃ

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে ১৭ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও চারজন।৪ আগস্ট বুধবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা এলাকায় পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।স্থানীয়দের বরাদ দিয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হোসেন বলেন, বরযাত্রীবাহী নৌকায় ২১জন যাত্রী ছিল।বৃষ্টি শুরু হলে নৌকাটি পাড়ে নিয়ে যায়।এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই ১৭জন মারা যান।আহত হন আরও চারজন।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে স্থানীয়রা।
নিহতরা হলেন-জমিলা (৫৮),তবজুল (৭০),আদল (৩৫),রফিকুল (৬০),লেচন (৫০),সজীব (২২),টকি বেগম (৩০),আলম (৪৫),পাতু (৪০),সহবুল (৩০), বেলি বেগম (৩২),বাবলু (২৬),মোছা. মোৗসুমী (২৫),টিপু সুলতান (৪৫),বাবু (২০) ও অসিকুল ইসলাম ডাকু (২৪) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।দাফনের জন্য সরকারি নিয়ন অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।

IPCS News/রির্পোট।dhaka