শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রামেকে করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

আপডেটঃ ৭:১১ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।একই সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন।২৫ জূলাই রোববার সকাল ৮ টার মধ্যে, গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময় করোনা ইউনিটে এই ১৪ জনের মৃত্যু হয়।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, পাবনার ৩ জন ও চুয়াডাঙ্গার ১ জন।মৃতদদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৬ জন নারী।এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৬ জনে।এর আগে জুন মাসে মৃতের সংখ্যা ছিল ৪০৫ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৫০ জন।একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন।রোববার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪১৬ জন।এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১৬ জনের মধ্যে ১৭৮ জনের করোনা পজেটিভ রয়েছে।উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৮৮ জন।তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৫০ জন।শনাক্তের হার ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

IPCS News/রির্পোট।