মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এস.এ পরিবহন রাজশাহী শাখা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পটকাসহ আটক-২

আপডেটঃ ৬:২০ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী মহানগরীতে এস.এ পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় তৈরী পটকা (KING COBRA ELECTRIC CRACKERS) সহ ২ সহদরকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো জেলার মোহনপুর থানা দর্শনপাড়ার মোঃ আমরুল হকের ছেলে মোঃ মিলন রানা (২৮)ও মোঃ রায়হান আলী(২৩)।গোপন সংবাদের ভিত্তিতে ,বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন (পিপিএম) এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফ শাহ ও এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন,এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমান,এসআই উত্তম কুমার সহ সঙ্গীয় অফিসার ফোর্স গত ১৭জুলাই বিকেল সাড়ে ৫টায় নগরী কুমারপাড়া এস.এ পরিবহনে গিয়ে ভৈরব থেকে আসা ১১টি বস্তায় কি আছে জানতে চাইলে, পরিবহনের পার্শ্বেল সহকারি মোঃ সাহাদাত (৩৫)জানায়,বস্তা গুলো না খুলে কিছুই বলা যাচ্ছে না।এরপর ১৭জুলাই বিকেল হতে ১৮জুলাই সকাল ৯টা পর্যন্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি বিশ্লেষনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে জেলার ‌মোহনপুর থানার কেশরহাট পৌরসভার দর্শনপাড়া এলাকা হতে আসামী মোঃ মিলন ও মোঃ রায়হানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কুমারপাড়াস্থ এস.এ পরিবহন অফিসে নিয়ে এসে তাদের উপস্থিতিতে ১১টি প্লাষ্টিকের বস্তায় ২,৩৫,৬০০টাকা মূল্যের ৩,৫৭,০০০(তিন লক্ষ সাতান্ত হাজার) হাজার পিস ভারতীয় পটকা (KING COBRA ELECTRIC CRACKERS) উদ্ধার হয়।যার আনুমানিক মূল্য ২,৩৫,৬০০টাকা।গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত মালামালের কোন প্রকার বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।উল্লেখ্য যে,আরএমপি’র এক প্রজ্ঞাপনে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২১ উদযাপন উপলক্ষে নগরীতে শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ঈদ-উল-আযহার পূর্বের দিন হতে পরের দিন পর্যন্ত আতশবাজি,পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ইত্যাদি বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।উক্ত নিদের্শনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

IPCS News/রির্পোট।আবুল কালাম আজাদ:রাজশাহী।