বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর হাসপাতালে ২২ জনের মৃত্যু

আপডেটঃ ৫:৩৮ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি :- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।একই সময় করোনা উপসর্গ নিয়ে আরও ১৫জন মারা গেছেন।এছাড়াও করোনামুক্ত হওয়ার পর স্বাস্থ্য জটিলতায় মারা যান একজন।২২জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৩জুলাই শুক্রবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময়ে হাসপাতালের করোনা ইউনিটে এই ২২জনের মৃত্যু হয়।এর আগের দিনও করোনা ইউনিটে ২২জনের মৃত্যু হয়েছিল।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান,গত ২৪ঘন্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১১জন,চাঁপাইনবাবগঞ্জের চারজন,নাটোরের দুইজন,নওগাঁ একজন ও পাবনার চারজন।মারা যাওয়া ২২জনের মধ্যে ১৪জন পুরুষ এবং আটজন নারী।মৃতদের মধ্যে আটজনের বয়স ৬১বছরের ওপরে। এছাড়াও ৫১থেকে ৬০বছরের মধ্যে আটজন, ৪১থেকে ৫০বছর বয়সের মধ্যে তিনজন,৩১থেকে ৪০বছর বয়সের মধ্যে দুইজন,২১থেকে ৩০বছর বয়সের মধ্যে একজন।এ নিয়ে চলতি মাসে (১জুলাই থেকে ২৩জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১১ জনে।এর আগে গত জুন মাসে মারা যায় ৪০৫ জন।শামীম ইয়াজদানী জানান,গত ২৪ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছে ৬১জন।সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২জন।শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩বেডের বিপরীতে ভর্তি আছে ৪১২ জন।এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০জন।করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১২জনের মধ্যে ১৮৬জনের করোনা পজেটিভ রয়েছে।উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭৩জন।তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৫৩জন।

IPCS News/রির্পোট।আবুল কালাম আজাদ:রাজশাহী।