বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চাঁপাই-রাজশাহী -বড়াল ব্রীজ থেকে ১২০ টি কোরবানির পশু নিয়ে ক্যাটেল ট্রেনের যাত্রা

আপডেটঃ ৫:৩৭ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০২১

নিউজ ডেস্কঃ

 ঈদের আর তিনদিন বাকি ১৭ জুলাই শনিবার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিকেলে সাড়ে ৪ টায় ৮০ টি গরু নিয়ে যাত্রা শুরু করল পশুবাহি ক্যাটেল ট্রেন।ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ‘ঢাকার মধ্যে চলাচল করবে।প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ টি রাজশাহী থেকে ২০টি এবং বড়াল ব্রীজ থেকে ২০টি মোট ১২০টি গরু বহন করে নিয়ে গেলো ঢাকায়।বিষয়টি নিশ্চিত করেছেন- পশ্চিম রেলওয়ের রাজশাহী স্টেশনের প্রধান বুকিং সহকারী মোঃ আব্দুল মমিন।তিনি বলেন,১৭জুলাই শনিবার বিকেল সাড়ে চারটায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে,বিকেল সাড়ে ৫টায় রাজশাহী স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।জানা গেছে,করোনাকালিন সময়ে গবাদি পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী কোরবানি পশু পরিবহনে রেলের এই স্পেশাল ট্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করে।ট্রেনটিতে ৮টি ওয়াগন রয়েছেয়েছে।একটি ওয়াগনে ২০টি করে মোট ১৬০টি গরু পরিবহন করা যাবে।খামারি তথা পশু ব্যবসায়িদের কাছ থেকে চাহিদা পাওয়ায় বিকেলে ক্যাটেল ট্রেনেটি‌ ১২০টি গবাদি পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের সহকারি ষ্টেশন মাষ্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান,চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে স্পেশাল ক্যাটেল ট্রেন বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস,কাকনহাট,রাজশাহী,বড়াল ব্রীজ,উল্লাপাড়া,জয়দেবপুর,ধীরাশ্রম,টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিবে রাত ৩টা ৪৫মিনিট নাগাদ ঢাকায় পৌঁছাবে।

 IPCS News/রির্পোট।আবুল কালাম আজাদ, রাজশাহী।