শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড, ৪৯ লাশ উদ্ধার

আপডেটঃ ৪:৫২ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০২১

নিউজ ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া হাসেম ফুডস কারখানা থেকে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বিষয়টি আজ শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন।এ ছাড়া এই অগ্নিকাণ্ডে গতকাল তিন জনের মৃত্যু হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সেজান জুস কারখানার ছয়তলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত।এ সময় প্রাণ বাঁচাতে ভবনটি থেকে লাফিয়ে পড়েন শ্রমিক স্বপ্না রানী (৪৪) ও মিনা আক্তার (৩৪)।ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান।এরপর মোরসালিন (২৮) নামের একজন শ্রমিক প্রাণ বাঁচাতে ওই ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেন।মোরসালিনকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রাতেই তিনজনের মৃত্যুর খবর জানায় স্থানীয় প্রশাসন।আজ আরও নতুন করে ৪৯জনের মরদেহ পাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২ জনে।এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের বলছেন।ঢাকা,নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।শুক্রবার ভোরের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু সকালে ভেতরে আবার আগুন বেড়ে যায়। সকাল সোয়া ১০টার দিকেও ছয় তলা কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার সামনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।

IPCS News/রির্পোট।নারায়ণগঞ্জ।