শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উৎসবের মাঝেই তিন দিনে গুলিতে নিহত ১৫০

আপডেটঃ ৩:৫৩ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০২১

নিউজ ডেস্কঃ

৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সারা দেশে।কোথাও আতশবাজি ফোটানো হয়েছে, কোথাও হয়েছে প্যারেড।কোথাও আবার গুলিও চলেছে।সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্র থেকে রোববার পর্যন্ত ৭২ ঘণ্টায় কমপক্ষে ১৫০ জন গুলিতে নিহত হয়েছেন।গান ভায়োলেন্স আর্কাইভের এক প্রতিবেদনে দাবি করেছে,তালিকা এখনও সম্পর্ণ হয়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক অঙ্গরাজ্যের পুলিশ তাদের পরিবারকে।এএফপির বার্তা সংস্থার খবরে বলা হয়েছে,দেশটির তৃতীয় বৃহত্তম শহর শিকাগোয় সম্প্রতি সহিংসতার পরিমাণ বেড়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার থেকে গোলাগুলির ঘটনা বেড়েছে যুক্তরাষ্ট্রে।

২০২০ সালে ৭৭৪টি হত্যার ঘটনা ঘটেছে সেখানে।৪জুলাই মোট ৮৮জনকে গুলি করা হয়েছে।এতে মারা গেছেন ১৪ জন।ছুটির দিনে হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটে থাকে শিকাগোয়।সিটি কাউন্সিলএ পরিস্থিতি সামাল দিতে নতুন উদ্যোগও নিয়েছে।তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।এ নিয়েশিকাগো পুলিশের সুপারিনটেনডেন্ট ডেভিড ব্রাউন উদ্বেগ প্রকাশ করেছেন।নিউইয়র্কেও সহিংসতার পরিমাণ বেড়েছে।পুলিশ দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে রোববার পর্যন্ত,এ শহরে ২১টি স্থানে গুলির ঘটনা ঘটেছে।এতে হতাহত হয়েছেন ২৬জন।যদিও এ সংখ্যা গত বছরের ঠিক এই সময়ের তুলনায় কম।গত বছর ঠিক এই তিন দিনে গুলি ঘটনা ঘটেছিল ২৫টি স্থানে হতাহত হয়েছিলেন ৩০ জন।সিএনএনের খবরে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ বছর নিউইয়র্কে গুলির ঘটনা ৪০ শতাংশ বেড়েছে।এ বছর গুলির ৭৬৭টি ঘটনা ঘটেছে আর হতাহত হয়েছেন ৮৮৫ জন।

IPCS News/রির্পোট