বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

লকডাউন অমান্য করায় ২৪৯জন আটক ও ২২২ গাড়ি থে্কে ৩ লাখ টাকা জরিমানা আদায়।

আপডেটঃ ৫:৫৩ অপরাহ্ণ | জুলাই ০১, ২০২১

নিউজ ডেস্কঃ

কঠোর লকডাউন শুরু হয়েছে দেশব্যাপী।জরুরি প্রয়োজন ছাড়াই অনেককে বাড়ির বাইরে “ঘুরতে” দেখা গেছে বিধি-নিষেধের তোয়াক্কা না করেই।রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ধরনের ২৪৯ব্যক্তিকে আটক করা হয়েছে।তবে এদের মধ্যে বেশিরভাগই যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮জন, মোহাম্মদপুর থানায় ২৬জন, আদাবর থানায় ১৮জন, শেরেবাংলা নগর থানায় ৪৩জন ও হাতিরঝিল থানায় ৪২জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাঁদের আটক করা হয়েছে।এবং বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫০জনকে আটক করা হয়।

মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দিন বলেন, মিরপুরের দারুস সালাম, পল্লবীসহ বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালায়। সকাল থেকে মিরপুর বিভাগের ছয় থানার পুলিশ টহল দিচ্ছিল।মানুষ সরকারি বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হন।তাঁদের মধ্যে কেউ জানান, লকডাউন কেমন হয় তা দেখতে বের হয়েছেন।কেউ বলেন,তাঁরা লকডাউনের কথা জানেন না।উপকমিশনার মাহাতাবউদ্দিন আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।যৌক্তিক কারণ না পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হবে।তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।এই কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় শতাধিক জনকে আটক করা হয়েছে মিরপুরের বিভিন্ন স্থান থেকে।পাশাপাশি দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২২ যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে এবং ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

IPCS News/রির্পোটঃ