কাল থেকে বন্ধ সব অফিস , চলবে না যন্ত্রচালিত যানবাহন
আপডেটঃ ২:১৩ অপরাহ্ণ | জুন ৩০, ২০২১

নিউজ ডেস্কঃ
১জুলাই থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার।আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটসহ সবধরণের গণপরিবহন বন্ধ থাকবে।বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।কঠোর বিধিনিষেধের এই সাত দিনে জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।এই বিধিনিষেধ বাস্তবায়নে এবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়অনুষ্ঠিত এক সভায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের সভা হয় কৌশল নিয়ে।সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সরকারের প্রজ্ঞাপনে বলা হয়ঃ


IPCS News/রির্পোট।