মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

১৬ জুলাই ছায়াশূন্য থাকবে কাবা ঘর

আপডেটঃ ১১:৪৩ পূর্বাহ্ণ | জুন ০৯, ২০২১

নিউজ ডেস্কঃআগামী মাসের মাঝামাঝি সময় অর্থাৎ ১৬ই জুলাই দুপুরে পবিত্র কাবা শরীফ ছায়াশূন্য হয়ে পড়বে।এর আগে গত মাসের শেষ দিকে ২৮ মে তারিখেও ছায়াশূন্য অবস্থায় ছিল পবিত্র কাবা শরীফ।অর্থাৎ আগামী ১৬ জুলাই মধ্যদুপুরে যখন সূর্য মধ্য গগনে থাকবে তখন মাটিতে কোনো ছায়া পড়বে না পবিত্র কাবা শরীফের।ঠিক একই রকম ছায়া পড়েনি গত ২৮মে-তেও।এ বিষয়ে জেদ্দা অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি জানিয়েছে, গত ২৮ মে (বৃহস্পতিবার) দুপুর নাগাদ মক্কার পবিত্র কাবা শরীফের সঙ্গে সরাসরি একই লাইনে অবস্থান করে সূর্য।সূর্যের কেন্দ্রবিন্দুটি সে সময় কাবার ঠিক ওপরে উঠে আসে।

তারা আরও জানায়,ওই দিন মক্কানগরীতে ভোর ৫টা ৩৮ মিনিটে সূর্যোদয় হয়।উত্তরপূর্ব দিকটি থেকে সূর্য ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং দুপুর ১২টা ১৮ মিনিটে তা ঠিক কাবা শরীফের মাথার ওপর উঠে আসে।আর সে কারণে সাময়িক সময়ের জন্য পবিত্র এই ঘরের কোনো দিকে কোনো ছায়া ছিল না।মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের এই অবস্থানকে ‘ছায়াশূন্য (জিরো শ্যাডো)’ অবস্থা বলে চিহ্নিত করেছেন।বছরে অন্তত দু’বার পবিত্র মক্কা নগরীর ক্ষেত্রে এই ঘটনা ঘটে।গবেষকরা জানান,পবিত্র কাবা ঘরটি বিষুব রেখা ও কর্কটক্রান্তির ঠিক মাঝখানে অবস্থিত হওয়ার কারণেই এমনটা ঘটে।পৃথিবীর অক্ষরেখায় সূর্য ২৩.৫ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে বিষুব রেখার উত্তর ও দক্ষিণ দিকে ঘুরতে থাকে। এভাবে একবার উত্তর গোলার্ধে একবার দক্ষিণ গোলার্ধে যায়।আর এই আসা যাওয়ার পথে বছরে দু’বার সরাসরি পবিত্র কাবা শরীফের ঠিক উপরে অবস্থান করে এটিকে ছায়াশূন্য করে দেয়।

 সূত্র : ইয়েনি শাফাক