শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

তাক লাগানো’ ফিচার আসছে আইফোনে

আপডেটঃ ৬:২৩ অপরাহ্ণ | জুন ০৮, ২০২১

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো আইওএস ১৫ নিয়ে বিস্তারিত ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এতে বেশ কয়েকটি শক্তিশালী হালনাগাদ ফিচার আইফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন স্বাদ যুক্ত করবে। খবর টেকক্রাঞ্চের।

সোমবার (৭ জুন) বৈশ্বিক ওয়ার্ল্ডওয়াইড ডেভলপারস কনফারেন্সে এমন ঘোষণা দিয়েছেন অ্যাপলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ক্রেইগ ফেডারিগি। তিনি বলেন, আইফোন এখন আমাদের অনেকের জীবনের অপরিহার্য অংশ হয়ে আছে। আমরা নতুন আইওএস ১৫ উন্মুক্ত করতে যাচ্ছি। এতে বেশ কিছু নতুন ফিচার থাকছে।

তিনি বলেন, যারা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এর মাধ্যমে তাদের সঙ্গে সর্বদা যুক্ত থাকতে পারবেন। কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সুনির্দিষ্ট বিষয়ে আলোকপাত করা যাবে, তথ্য খুঁজে পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সহজেই আপনার চারপাশে দুনিয়াকে অন্বেষণ করতে পারবেন। চলতি বছরের শেষ দিকে আইওএস ১৫ বাজারে আসবে।

আগামী মাস থেকে এই অপারেটিং সিস্টেমগুলোর পরীক্ষামূলক সংস্করণ আপনার অ্যাপল ডিভাইসে ইনস্টল করতে পারবেন। তবে সব ডিভাইসে নতুন সুবিধা আসছে না। আইফোনের কথা যদি বলা হয়, তবে বর্তমানে আইওএস ১৪ ব্যবহার করা যায়, এমন সব আইফোনে আইওএস ১৫ ব্যবহার করা যাবে। তালিকাটি দেখে নিন নিচে।

যেসব আইফোনে আইওএস ১৫ মিলবে

আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স

আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স

আইফোন টেনএস, আইফোন টেনএস ম্যাক্স

আইফোন টেন, আইফোন টেনআর

আইফোন ৮, আইফোন ৮ প্লাস

আইফোন ৭, আইফোন ৭ প্লাস

আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস

আইফোন এসই (প্রথম ও দ্বিতীয় প্রজন্ম)

আইপড টাচ (সপ্তম প্রজন্ম)

আইফোনের মতো একই ঘটনা আইপ্যাডের বেলাতেও। যেসব আইপ্যাডে আইপ্যাডওএস ১৪ আছে, সেগুলোতে আইপ্যাডওএস ১৫ ইনস্টল করা যাবে। নিচে দেখে নিন আপনার আইপ্যাড তালিকায় আছে কিনা।

যেসব আইপ্যাডে নতুন অপারেটিং সিস্টেম আসছে

আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি (প্রথম থেকে পঞ্চম প্রজন্ম)

আইপ্যাড প্রো ১১ ইঞ্চি (প্রথম থেকে তৃতীয় প্রজন্ম)

আইপ্যাড প্রো ১০.৫ ইঞ্চি

আইপ্যাড প্রো ৯.৭ ইঞ্চি

আইপ্যাড (পঞ্চম থেকে অষ্টম প্রজন্ম)

আইপ্যাড মিনি (চতুর্থ ও পঞ্চম প্রজন্ম)

আইপ্যাড এয়ার (দ্বিতীয় থেকে চতুর্থ প্রজন্ম)

ম্যাক সিরিজের যেসব কম্পিউটারে ম্যাকওএস মন্টেরি আসছে

আইম্যাক (২০১৫ ও পরবর্তী সংস্করণ)

আইম্যাক প্রো (২০১৭ ও পরবর্তী সংস্করণ)

ম্যাক প্রো (২০১৩ ও পরবর্তী সংস্করণ)

ম্যাক মিনি (২০১৪ ও পরবর্তী সংস্করণ)

ম্যাকবুক প্রো (২০১৫ ও পরবর্তী সংস্করণ)

ম্যাকবুক এয়ার (২০১৫ ও পরবর্তী সংস্করণ)

ম্যাকবুক (২০১৬ ও পরবর্তী সংস্করণ)

ফেসটাইমেও থাকছে নতুন ফিচার। বিশেষ করে নতুন অডিও ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। যার সঙ্গে কথা হবে, স্ক্রিনে তার অবস্থানের ওপর ভিত্তি করে ভয়েস ছড়িয়ে পড়বে। 

ধরুন কাউকে আপনি বাঁ থেকে দেখতে পাচ্ছেন, তখন আওয়াজও এমনভাবে বেরিয়ে আসবে যে তিনি আপনার বাঁ কানের দিকে অবস্থান করছেন। এছাড়া আইওএসে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা কথার আড়ালের হৈচৈ শনাক্ত করে তা চাপা দিয়ে দেবে। এতে যাদের সঙ্গে কথা বলবেন, তাদের আওয়াজ নির্বিঘ্নে শুনতে পাবেন ফেসটাইমে।

IPCS News/News Desk