বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ছেলের সাথে শেষ দেখা হলো না, মা ফতেজানের

আপডেটঃ ৫:২৯ অপরাহ্ণ | জুন ০২, ২০২১

নিউজ ডেস্কঃ

করোনার মধ্যে দিনাজপুর থেকে ২ শত মাইল পথ পাড়ি দিয়েও ছেলের সাথে শেষ দেখা হলোনা মা ফতেজান বেগমের।ছেলের বাড়ির পৌঁছানোর আগ মুহূর্ত  ঘাতক ট্রাক কেড়ে নিল মায়ের জীবন। সোমবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টায় বাঘা-লালপুর সড়কের বাঘা বাজারে ট্রাকের চাপায় পিস্ঠহন ফতেজান বেগম (৬০)।ফতেজান বেগম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।জানা যায়, ফতেজান বেগম  ছেলে শরিফুল ইসলামকে দেখতে আসছিলেন রাজশাহীর বাঘায়।তিনি বাঘা বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে বাস থেকে নামেন।এ সময় একটি ঘাতক ট্রাক তাকে চাপা দেয়।

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।শরিফুল ইসলাম কয়েক বছর আগে বিয়ে করে উপজেলার লিচিন্তিপুর গ্রামের শশুর মোতাহার আলীর বাড়িতে থাকেন।ছেলের সাথে দেখা করতে আসছিলে ফতেজান।কিন্তু তার আগেই প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক।ট্রাকটিকে কেউ আটক করতে পারেনি।তার আগেই পালিয়ে যায়।এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।লাশের আত্নীয়রা অভিযোগ করলে আইনী ব্যবস্থা নিব।

IPCS News/রির্পোট, আবুল কালাম আজাদ।