শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাবির গণকবরে পাওয়া মর্টার শেল ধ্বংস করল সেনাবাহিনী

আপডেটঃ ২:২৯ অপরাহ্ণ | মে ২২, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণকবরের মাটিতে পাওয়া আরও পাঁচটি মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে সেনাবাহিনী।২১ মে শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকায় মটারশেল গুলো নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিজপোজাল টিম।বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ ,এসএম সিদ্দিকুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মিনহাজের নেতৃত্বে ২৫ জনের একটি দল মর্টারশেল উদ্ধার হওয়ার স্থানে উপস্থিত হন।পরে পরিত্যক্ত মর্টারশেলগুলো নিষ্কিয় করেন তারা।স্থানীয়রা জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের পুকুর থেকে মাটি ক্রয় করেন স্থানীয় পশ্চিম বুধপাড়া এলাকার মংলা নামের এক ব্যক্তি।গত বৃহস্পতিবার জমির মাটি সমান করতে গিয়ে ক্রয়কৃত মাটির ভেতর থেকে একে একে চারটি মর্টারশেল পান তিনি।

শুক্রবার সকালে আরও একটিসহ মোট পাঁচটি মর্টারশেল পেয়েছিলেন তিনি।পরে বিষয়টি মতিহার থানা পুলিশকে মুঠোফোনে জানানো হয়।এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি মর্টারশেল উদ্ধার করে এবং তাদের হেফাজতে নিয়ে জায়গাটি ঘিরে রাখে।শুক্রবার সেগুলো ধ্বংস করেন সামরিক বাহিনীর সদস্যরা।

IPCS News/রির্পোট, আবুল কালাম আজাদ।