মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নার্সকে ধর্ষণের অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২১

নিউজ ডেস্কঃ

বিয়ের প্রলোভনে দুই বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে একজন সিনিয়র নার্স মামলা দায়ের করেছেন।১১ এপ্রিল রবিবার রাত সাড়ে ১১ টার দিকে মামলাটি দায়ের করেন ওই নার্স।ওই নার্স ঢাকার জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটে কর্মরত রয়েছেন।মামলা সূত্রে জানা গেছে, পুঠিয়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে ধর্ষণ নির্যাতনসহ নানা অভিযোগ এনে সরকারি হাসপাতালের একজন সিনিয়র নার্স মামলাটি করেন।দায়েরের আগে তিনি থানায় অবস্থান নেন।এর আগে বিকেল থেকেই তিনি মেয়রের চেম্বারে অবস্থান নিয়েছিলেন।মেয়েটির বাড়ি জেলার দুর্গাপুরে বলে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালে দুর্গাপুর থানার বাসিন্দা ওই নার্স পুঠিয়ার একটি ক্লিনিকে কাজ করতেন।সেসময় মামুন তাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে।এরপর তিনি প্রায়ই তাকে ধর্ষণ করতেন।সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য মামুনকে চাপ দিলে তিনি তাকে এড়িয়ে যেতে থাকেন।রোববার দুপুরে বিয়ের দাবিতে মেয়েটি মামুনের পুঠিয়া সদরের চেম্বারে উপস্থিত হয়।এসময় নার্সকে নির্যাতন করে বের করে দেয়।পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।রাতে থানায় তিনি মামলা করেন।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী জানান, মেয়েটি নিজেই বাদী হয়ে এজাহার দিয়েছেন।ধর্ষণের বর্ণনা দিয়েছেন।পরে থানায় তার এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।পুলিশশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

IPCS News/রির্পোট, আবুল কালাম আজাদ।