দৃষ্টিনন্দন প্রজাপতি আদলের সড়কবাতি
আপডেটঃ ৬:৪৭ অপরাহ্ণ | এপ্রিল ০৩, ২০২১

নিউজ ডেস্কঃ
উপরে প্রজাপতির মতো ডানা মেলে আছে দৃষ্টিনন্দন প্রজাপতি আদলের সড়কবাতি।আর তার নিচেই সড়ক ডিভাইডারে হাসছে সূর্যমুখী ফুল।সড়কে শুধু সূর্যমুখীই নয়, বিদেশি ফুল হলিহকও ফুটেছে সড়কটিতে।আছে রঙ্গ-বেরঙের নানান গাছ।ছবিটি রাজশাহী মহানগরীর সিটি বাইপাস সড়কের।
IPCS News/রির্পোট, আবুল কালাম আজাদ।