শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নাতিদের বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দাদার মৃত্যু

আপডেটঃ ১১:৩৯ পূর্বাহ্ণ | মার্চ ২০, ২০২১

নিউজ ডেস্কঃ

দাদার ধারণাই সঠিক হলো। তবে দুই নাতি নয়, ট্রেনের ধাক্কায় মারা গেলেন দাদা।বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ পবা উপজেলার হরিয়ান মোহনপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যান হারুন-অর রশিদ (৬০)।তিনি ওই এলাকার মৃত রোবান মন্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে- সকালে রেললাইনের উত্তরপাশের পুকুরে কাপড় কাচতে যায় হারুন ছেলের বৌ।সাথে ৩ ও ৬ বছরের দুই নাতীও ছেলের বউয়ের সঙ্গে যায়। ট্রেন যাওয়ার সময় হওয়ায় আদরের দুই নাতী ট্রেনে কাটা পড়ে মারা যেতে পারে এই ভেবে নাতীদের রেললাইনের পাশ থেকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন হারুন। তবে তিনি কানে কম শোনার কারণে ট্রেনের হর্ণ শুনতে পাননি।

এসময় রেললাইনের উপরে উঠার পরে কপোতক্ষ ট্রেনের সাথে ধাক্কা খান তিনি।এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়।রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

IPCS News/রির্পোট, আবুল কালাম আজাদ।