শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আধুনিকতার সাথে আমাদের দৌড়ায়তে হবে: রাজশাহীতে রেলমন্ত্রী

আপডেটঃ ১১:৪৪ পূর্বাহ্ণ | মার্চ ১৪, ২০২১

নিউজ ডেস্কঃ

আদর্শ রেলওয়ে স্টেশন ও যাত্রী সেবার সার্বিক মান উন্নয়নে পারস্পরিক শিখন ও ওয়াশ বিষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ মার্চ) সিএন্ডবি মোড়ের নানকিং দরবার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।এসময় তিনি বলেন- আগে ছিলো কাঠের স্লিপার, তার পরে লোহার স্লিপার, এখন কংক্রিটের স্লিপার- এই আধুনিকতার সাথে আমাদের দৌড়ায়তে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, অতিরিক্ত মহাপরিচালক (অপরেশন) সরকার সাহাদাৎ আলী, পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, ক্যান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার।

IPCS News/রির্পোট, আবুল কালাম আজাদ।