বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হবে- রেলমন্ত্রী

আপডেটঃ ১১:৫২ পূর্বাহ্ণ | মার্চ ১৩, ২০২১

নিউজ ডেস্কঃ

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ‘গত বছরের ন্যায় এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে  ম্যাংগো স্পেশাল  ট্রেন চালু করা হবে।’ শুক্রবার(১২ মার্চ) বিকেলে তিনি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর  রেল স্টেশন পরিদর্শনে এসে  এ কথা বলেন।তিনি আরো বলেন,  ‘এলাকার কৃষিজাত পণ্য পরিবহনের জন্য যাত্রীবাহী ট্রেনের সাথে লাগেজভ্যান লাগানো হবে।’তিনি এ রুট  দিয়ে  নেপালে সার যাওয়ার কথা উল্লেখ করে জানান, ভবিষ্যতে  ভুটানের সাথে রেল যোগাযোগ স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে।তিনি এলাকার দাবির প্রেক্ষিতে আগামী রমজানের আগেই করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়ার লোকাল ট্রেন চালুর আশ্বাস দেন।অন্যান্য দাবীগুলো তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে পর্যায়ক্রমে  পূরণেরও আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের  সংসদ সদস্য ডা: শামিলউদ্দিন আহমেদ শিমুল,সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,  রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান মতিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এর আগে তিনি বিকেল সাড়ে তিনটায় রাজশাহী থেকে বিশেষ ট্রেন যোগে রহনপুর রেলস্টেশন এসে পৌঁছান।এসময় তার সাথে ছিলেন রেলওয়ে সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন ও রাজশাহী রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

IPCS News/রির্পোট, আবুল কালাম আজাদ।