বিকাশ প্রতারক চক্রের ১- সদস্য আটক
আপডেটঃ ১২:৩৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৭, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে বিকাশে প্রতারণা করে টাকা নেওয়া এক প্রতারকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ।এই প্রতারক গত ১০ অক্টোবর ২০১৮ বেলা ১১.৫৪ টায় সালাউদ্দীন বিশ্বাস নামের এক ব্যক্তির নিকট হতে তার বিকাশ একাউন্ট তথ্য ভুলের কারণে বন্ধ হয়ে যাবে বলে কৌশলে অন্যান্য তথ্য সহ পিন নম্বর নিয়ে প্রতারণামূলকভাবে ৩২ হাজার টাকা হাতিয়ে নেয়।এ ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়।পরে রাজপাড়া থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান ও সন্ধান চিহ্নিত করে।পরে আসামী সেলিম মিয়া (২৬), পিতা ইদ্রিস মিয়া, গ্রাম-পশ্চিম মৌকুড়ি (মহারাজপুর), থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীকে তার নিজ বাড়ী থেকে বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগীতায় গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
IPCS News/রির্পোট, আবুল কালাম আজাদ।