শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ফায়ার সার্ভিসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেটঃ ৪:৪৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৪, ২০২১

নিউজ ডেস্কঃ

অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়াকে সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডার) এর সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১-০০টায় ঢাকার আগারগাঁও শের-ই-বাংলা নগরে অবস্থিত বিডার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।ফায়ার সার্ভিসের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান, পিএসসি এবং বিডার পক্ষে পরিচালক (ওয়ান স্টপ সার্ভিস অ্যান্ড রেগুলেটরি রিফর্ম) জনাব জীবন কৃষ্ণ সাহা রায় চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব জনাব জাহিদুল ইসলাম, বিডার উপপরিচালক কাজী মোঃ মোহসীন উজ্জ্বল, ফায়ার সার্ভিস অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) মোঃ আব্দুল হালিম, সহকারী পরিচালক (ওয়ারহাউজ ও ফায়ার প্রিভেনশন) জনাব দিনমণি শর্মাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিনিয়োগ সংশ্লিষ্ট প্রাসঙ্গিক পরিষেবাসমূহ হয়রানিমুক্ত, দ্রুত এবং ব্যয়-সাশ্রয়ী করে একক বাতায়ন থেকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে প্রদান করার বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।এই পরিষেবার আওতাভুক্ত হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিডার সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।বিনিয়োগ সম্পর্কিত পরিষেবা সরবরাহের লক্ষ্যে বিডার অনলাইন ওএসএস সিস্টেমের সাথে ফায়ার সার্ভিসের অনলাইন সিস্টেমকে সংযুক্ত করে এর প্রয়োগ, প্রক্রিয়া, কার্যাবলি ও শর্তাবলির বিষয়সমূহ এই সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।

স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এখন থেকে সেবা গ্রহণকারী সাধারণ জনগণ ওএসএস সিস্টেমের মাধ্যমে অগ্নিনিরাপত্তার জন্য নতুন ফায়ার লাইসেন্স সংগ্রহ, বিদ্যমান ফায়ার লাইসেন্স নবায়ন, বহুতল ভবনের অনাপত্তি সনদপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য পরিষেবা গ্রহণ করতে পারবেন।এছাড়া বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় অনলাইনে প্রসঙ্গিক তথ্য বিনিময় করতে পারবে।বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে এটি একটি কার্যকর উদ্যোগ এবং এতে দ্রুত, ব্যয়-সাশ্রয়ী ও হয়রানিমুক্ত সেবা পাওয়া যাবে বলে মত পোষণ করেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

IPCS News/রির্পোট।