শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন ও রাসিকের যৌথ উদ্যোগে দিনব্যাপীদিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেটঃ ৮:৩৫ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।৩০ জানুয়ারি শনিবার সকালে নগরীর ভদ্রা পারিজাত লেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।শাহীন আকতার রেনী বলেন, সুস্থ্য থাকতে পরিস্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই।পরিস্কার-পরিচ্ছন্ন শহর ও দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

তিনি আরো বলেন, নগরপিতার নেতৃত্বে পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী দেশসেরা।এমনকি বাতাসে ক্ষতিকারণ ধূলিকণা কমানোয় বিশ্বের সেরা শহর রাজশাহী।রাজশাহীর এই অর্জন ধরে রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ ও বিডিক্লিন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

IPCS News/রির্পোট, আবুল কালাম আজাদ।