শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বীর চট্টলার ‘নগরপিতা’ হলেন রেজাউল

আপডেটঃ ৮:০০ অপরাহ্ণ | জানুয়ারি ২৮, ২০২১

নিউজ ডেস্কঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।চসিক নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণায় ৩ লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষিত ৭৩৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়।

সর্বশেষ বেসরকারি এ ফলাফল ঘোষণা করেছেন চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেন ছাড়া নির্বাচনে অন্য ৫ মেয়র প্রার্থীর মধ্যে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর পেয়েছেন ৪৬৫৩ ভোট, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন পেয়েছেন ২১২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে খোকন চৌধুরী পেয়েছেন ৮৮৫ ভোট, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১১০৯ ভোট ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৪৯৮০ভোট।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডের মোট ৭৩৫টি কেন্দ্রে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন ও নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।নির্বাচনী সহিংসতার কারণে পাথরঘাটা ওয়ার্ডের দুইটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

IPCS News/ আশরাফুর রহমান অভি, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।