সাংবাদিক রুমির মামার ইন্তেকাল
আপডেটঃ ৭:৫৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৬, ২০২১

নিউজ ডেস্কঃ
সোনার দেশ পত্রিকার সাংবাদিক সামস উর রহমান রুমির ছোট মামার ইন্তেকাল।সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ফেরার পথে ত-ই রওনাকুর রহমান টফি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে…রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।তিনি রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার বাসিন্দা।এছাড়া তিনি ইউসিবিএল ব্যাংকের এভিপি ছিলেন।সামস উর রহমান রুমি জানান- তিনি আমার ছোট মামা ছিলেন।মামা এপ্লাস্টিক এনিমিয়া রোগে ভুগছিলেন।তিনি চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ছিলেন।বাড়ি ফেরার পথে তিনি মৃত্যু বরণ করেন।বাদ আসর শিরোইল বাস টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদে যানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে টিকাপড়া কবরস্থানে দাফন করা হয়।
IPCS News/রির্পোট।