শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মুজিববর্ষ উপলক্ষে কটিয়াদীতে প্রধানমন্ত্রীর উপহার পেল ৩৫ গৃহহীন পরিবার

আপডেটঃ ৬:০১ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২১

নিউজ ডেস্কঃ

“মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দশনা অনুযায়ী কিশোরগঞ্জের কটিয়াদীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন।২৩ জানুয়ারী শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটিয়াদী উপজেলায় ৩৫ টি ঘরসহ সারাদেশে ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে ভুমি ও একক গৃহ প্রদান ও ৩ হাজার ৭ শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পূনর্বাসনের শুভ উদ্বোধন করেন।এ সময় কটিয়াদীতে ৩৫ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা উপলক্ষে কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা, ওসি এম এ জলিল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ, অধ্যক্ষ শামীমা সুলতানা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মইনুর রহমান মনির ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

IPCS News/রির্পোট, মোহাম্মদ মোস্তফা জাকির (কটিয়াদী প্রতিনিধি)।