মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কিশোরগঞ্জ ‘লোহাজুরীতে” প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

আপডেটঃ ৮:০৩ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২১

নিউজ ডেস্কঃ

নতুন বছর উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা লোহাজুরী ইউনিয়নে লোহাজুরী প্রিমিয়ার লীগ এর ফাইনাল ক্রিকেট টুর্ণামেন্ট খেলা  অনুষ্টিত হয়েছে।(৮ জানুয়ারী) শুক্রবার বিকালে উপজেলা লোহাজুরী ইউনিয়নে দক্ষিণ লোহাজুরী টেককান্দা আইন উদ্দিন বেপারী বাড়ী সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করে লোহাজুরী প্রিমিয়ার লীগ।ক্রিকেট টুর্ণামেন্টির সভাপতি হিসাবে উপস্তিত লোহাজুরী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঞা রতন।প্রধান অতিথী ছিলেন লোহাজুরী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম বি.এস.সি।

ক্রিকেট টুর্ণামেন্টি  উদ্বোধন করেন লোহাজুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি,মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্কের চেয়ারম্যান মোঃ এ্যাডঃ লায়ন নুরুজাম্মান ইকবাল,সহ সভাপতি ছিলেন মোঃ জাকির হোসেন তরুন ইউপি সদস্য,লোহাজুরী ইউনিয়ন  পরিষদ।এসময় উপস্তিত বি.এন. পি.নেতা মোঃ জসিম উদ্দিন,যুবলীগের সভাপতি আনিসুচ্ছজামান কাজল সরকার, ,বি.এন. পি.নেতা বিপ্লব উদ্দিন বকুল,সার্জেন্ট অবসর পাপ্ত আশরাফুল ইসলাম,দক্ষিণ লোহাজুরী সরকারী প্রাথমীক বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা মোঃ রুবেল হোসেন জাকারিয়া,মরুদ্বীপ ৭১ পার্কের ম্যানাজার মোঃ ইমরান প্রমূখ উপস্তিত ছিলেন।

দক্ষিণ লোহাজুরী আইন উদ্দিন বেপারী বাড়ি মাঠে  ক্রিকেট  টুর্ণামেন্টে  ফাইনালে মুখোমুখি লোহাজুরী টাইগার্স আর লোহাজুরী ওয়ারিয়ার্স দল।যে দল জিতবে, ফ্রি-রেফ্রিজাটর তাদের হাতে উঠবে।ফাইনালের বিজয়ী এই  লড়ায়ে গুরুত্বপূর্ণ টর্স জিতেছেন লোহাজুরী ওয়ারিয়ার্স দল।টর্স পেয়ে ব্যটিং এর  সিদ্ধান্ত নেয় লোহাজুরী ওয়ারিয়ার্স দল ১০ ওবার খেলা পার করে ১১৮ রানের টার্গেটদেন।লোহাজুরী টাইগার্স দল ১১৯ টার্গেট কে তাড়া করে ৬ উইকেটে  চ্যম্পিয়ন হন লোহাজুরী টাইগার্স দল।

চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেন ফ্রি-রেফ্রিজার্টর বিজয়ী পুস্ককার।লোহাজুরী প্রিমিয়ার ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্টি  সার্বিক তত্ত্বাবাধানে ছিলেন- ক্রীড়াবিদ,মোঃ আরিফুল ইসলাম সুমন,বি বি এ অনার্স অধ্যায়ণরত নরসিংদী সরকারি কলেজ (ম্যানেজমেন্ট) ৩য় বর্ষের শিক্ষার্থী মো: কামরুজ্জামান হৃদয়-ক্রীড়াবিদ, শিক্ষার্থী, আকরামুল ইসলাম সজল, লোহাজুরী ইউনিয়নের বঙ্গবন্ধু সাইবার ফোর্সের সাধারন সম্পাদক এম এস সাইফুল ইসলাম।ফাইনাল ক্রিকেট খেলা দেখতে ক্রিকেট প্রেমি জনতার উপচে পড়া ভীড় দেখা যায় খেলার মাঠে।

IPCS News /রির্পোট, মোহাম্মদ মোস্তফা জাকির(কটিয়াদী প্রতিনিধি)।