মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী বিমান বন্দরে দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান

আপডেটঃ ১২:৩১ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।বিমানটির চাকা ভেঙে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।৯ জানুয়ারি শনিবার দুপুর ৩টায় গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নং-S2-AFK উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ে এর মাঝামাঝি স্থানে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়, পরবর্তীতে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়।

জানা যায়, উক্ত বিমানটিতে গ্লাক্সি ফ্লাইং একাডেমির চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই চালক হিসেবে ছিলেন এবং তার সাথে ১ জন প্রশিক্ষণার্থী রায়হান গফুর সহ মোট দুইজন উক্ত বিমানে অবস্থান করছিলেন তারা দুই জনই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।রাজশাহী এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ নুরুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।তবে এতে কেউ আহত হয়েছে কিনা তিনি জানাতে পারেননি।

IPCS News /রির্পোট, আবুল কালাম আজাদ।