শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রথমবার ব্রোকলি চাষ, ব্রোকলি পরির্দশ করলেন- উপজেলা প্রসাশন

আপডেটঃ ৯:২৩ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০২১

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এ বছর বাণিজ্যিকভাবে ব্রোকলি (সবুজ ফুলকপি) চাষ শুরু করলেন উপজেলা লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মোঃ সোলায়মান মিয়া।কৃষক সোলায়মান ৪৫ শতাংশ জমিতে কৃষি বিভাগের সহায়তায় বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেন। সবুজ ফুলকপি খ্যাত এ সবজিটি চাষের জন্য স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করছে।আর এ সবজি চাষ করে কৃষকও বেশ লাভবান হবেন।

কৃষিঅফিস জানায়, এ বছর কটিয়াদী উপজেলায় ব্রোকলি জাতের ৪৫ শতাংশ জমিতে ৩-৪ লক্ষ টাকা লাভবান হবেন বলে আশা করেন।ব্রোকলির মত এতো পুষ্টিগুণ অন্য কোন সবজিতে পরিলক্ষিত হয় না। ব্রোকলি দৃষ্টিশক্তি ঠিক রাখতে সহায়তা করে।অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকায় রাতকানা রোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি ঠিক রাখে।এতে ক্যালরির পরিমাণ কম থাকায় অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে।বাজারে অনান্য ফুলকপির দামের তুলনায় এর ব্রোকলি দাম বেশি।

এ জাতের সবুজ ফুলকপি প্রথমবার চাষের খবর পেয়ে  (৭ জানুয়ারি) বৃহস্পতিবার পরির্দশনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছাঃ আকতারুন নেছা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা.মুশতাকুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা  মুকশেদুল হক। এসময় উপস্তিত ছিলেন,লোহাজুরী ইউনিয়নের চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঞা রতন, লোহাজুরী বক্লের উপ সহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, কৃষক সোলায়মান,কৃষক কবির হোসেন, কৃষক মনির মিয়া সহ স্থানীয় আরো অনেক কৃষকরা উপস্তিত ছিলেন।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মুকশেদুল হক বলেন,আমরা বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের লক্ষে কাজ করে যাচ্ছি।সৌখিন ও সম্মানজনক কর্মসংস্থানের জন্য বাণিজ্যিক কৃষিতে আত্বনিয়োগ করার জন্য কটিয়াদীর কৃষকদের বিভিন্ন প্রশিক্ষন ও পরামর্শ দেওয়া হচ্ছে।বিভিন্ন ফলবাগান, আগাম রবিশস্য, নানারকম উচ্চমূল্যের ফসল  চাষাবাদের মাধ্যমে কৃষক লাভবান হচ্ছে।কটিয়াদীতে প্রথমবারের মতো ব্রোকলি চাষে চাষে সফল লোহাজুরীর কৃষক মোঃ সোলায়মান।আমরা  লাভজনক কৃষি তথা বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

IPCS News /মোহাম্মদ মোস্তাফা জাকির, কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি।