বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপডেটঃ ৪:১৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১৩, ২০২০

নিউজ ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (১২ ডিসেম্বর) নগরীর অলোকার মোড়ে এর আয়েজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন. রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নগর যুবলীগের যুগ্ম সম্পাদক মো. তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী চেস্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ।

মানববন্ধন শেষে নগর যুবলীগের যুগ্ম সম্পাদক মো. তৌরিদ আল মাসুদ রনি সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক।বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না।আজ স্বাধীনতাবিরোধী চক্র সেই জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করেছে।এসব মৌলবাদী জঙ্গিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

IPCS News /রির্পোট, আবুল কালাম আজাদ।