ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান রাসূলুল্লাহকে (স.) অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ
আপডেটঃ ২:২০ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০২০

নিউজ ডেস্কঃ
ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে রাসূলুল্লাহকে (স.) অবমাননা করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এ কর্মসূচির আয়োজন করে- ডাক দিয়েছে ইসলামাী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা।২৯ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী নগরীর জিরোপয়েন্টে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তরা- বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) কে ফ্রান্সের কুলাঙ্গাররা কটুক্তি করেছে।তারা এক বার নয়, কয়েক বার রসুলকে নিয়ে কটুক্তি করেছে। আমাদের রাসুলকে কতটা ভালোবাসি, আমরা রক্ত দিয়ে প্রমাণ করবো।আমাদের নবীকে নিয়ে কুটক্তি করা হলে আমরা ঘরে বসে থাকবো না।এছাড়া বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে।
IPCS News /রির্পোট, আবুল কালাম আজাদ।